বেল তলায় গিয়েছিলাম কোনো বেল নেই
গাছের তলায়, পাতায় পাতায় কেবল হাঙর আর হাঙর.....
চোখ নেই তবুও চোখ মেলে আছে ডাঙর.. ডাঙর!
একদিন তারা হাসি-খুশি চিবিয়ে খেয়েছিল
খেয়েছিল পানের বরজ, বাবা-মায়ের গরজ
গলদা চিংড়ির ঘের
এখন ওসব বাসি হয়েছে
তাদের ক্ষিধাও বেড়েছে ঢের... ঢের... ঢের!
এরপর আর কী খাবে....
বদনা, বালিশ, পর্দা, জর্দা, ইয়াবা
যে শিশুটি গতকাল জন্ম নিয়েছে সে কি জানে
কে তার বাবা....?