আকাশ থেকে পতনের পর আমি এখন কোথায়?
প্রতাপশালী সূর্য ডোবার পর.. যেখানে দিন যায়.....
আমিও কি আছি তেমনি কোনো জন্মান্ধ কোঠায়?
আজকাল প্রায় প্রায় নীরবতারা ভাষা খুঁজে পায়
ভাসমান হালকা মেঘের মতো আমিও ভাসি, চোখ-মুখ
বেবাক বন্ধ রেখে শৃগালের মতো হাসি;
বলতে কোনো ঢাক ঢাক গুড় গুড় নেই
তবুও আজকাল শুন্যতাকে বড্ড বেশি ভালোবাসি।
প্রিয়তমা নরসুন্ধা এখন আমার সদ্যমৃত প্রেমিকার
অগভীর সিঁথি পথের মতোন,
আজকাল কেউ কাউকে আর যতন করে না যতন
সবাই পান্থপথে রতন খোঁজে রতন.
আজকাল কবিরাও সবার মতোন
সবাই যা দেখে কবিরাও তাই দেখে নয়নে... নয়ন!
তবে কি আর কোনো সম্ভবনা নেই ডাঙার ঘুম ভাঙার?
জেগে জেগে যে ঘুমায় সে কুম্ভকর্ণ নয় কোনোদিন,
আমি ভাবি অন্যকৃত.....
কবিরাও কি আজকাল ফরমালিন?
প্রথম প্রশ্নের মতো আজও এ আমার শেষ প্রশ্ন...!!