আজ আর কোনো কবিতা লিখিনি অনুষঙ্গ
হিসেবের খাতার পাতায় পাতায় গরমিল
মাস শেষে কেবলই ভাবি, কে লিখে এতোসব?
আমি নাকি আহত ডানার গাঙচিল!

আক্ষরিক অনুবাদের সময় কুলোয় না
তবুও যখন তখন চাঁদ ডাকে, ব্রহ্মপুত্র ডাকে
সবখানে এতো তেল... তবুও বেচারি কুসুম
প্রতি হপ্তাতেই তেল নেই... তেল নেই হাঁকে!

যা-ই হউক আপাতত বন্ধ হয়েছে প্যাঁক প্যাঁক
যার দুই চোক্ষে আলো নেই
সেও বলতো.... আরে কই যাস? দ্যাখ.. দ্যাখ!!