ওজনস্তর ফুটো হয়ে নিয়ত বুদ্ধি আমদানি হচ্ছে
বিক্রিও হচ্ছে দেদার
কেউ আর এখন কম বুঝে না ময়না, টিয়া
এমনকি ওপাড়ার বেচারা কেদার!
আজকাল আর কেউ আক্কেল গুড়ুম হয় না
সবার হাতে হাতে বুদ্ধির ঢেঁকি
ধান ভানতেও আর শিবের গীত লাগে না
চাল, চুলো ওরাও সবাই মেকি!
বুদ্ধির জোরে মা-ও মাম্মি হয়েছে
হতভাগা বাবাও হয়েছে ডেড
সালাম, বরকত, রফিকের গণশুনানি চলছে
আমরা কি বলতে পারব সরি অথবা স্যাড?