একটি নালায়েক গল্প উপাচার হতে চেয়েছিলো
পারতে পারতেও পারেনি
অবশেষে গল্পটি লোনা ইতিহাসে মিশে গেলো।

বৃষ্টির ফোঁটারা যেন খণ্ড খণ্ড বাক্য,
শূন্যতা খুঁজে চলে অসীমের পানে ভ্রমণ
ছু মন্তর ছু, এ শুধুই জীবন-মৃত্যু খেলা!
কবির চোখ ছানাবড়া, ভাঙা দর্পণে এ কার মুখ?
নরম-গরম বাতাসে মুক্তোদানা ফুটে।

হুলো বিড়ালের পেটে জন্মায় যদি বাঘের ছানা
তখন স্বপ্নের জালে আটকে যায় সব মানা
বাস্তবতা আর স্বপ্নের মিশেল বড় অদ্ভুত
প্রত্যেক মানুষই এখন এক একটি  নতুন জগৎ!