চাঁদের নিজস্ব আলো নেই.... এটিও আসলে
গল্পের পরের গল্প; অবশ্যই এরপরে আরও অনেক
গা চমচম করা গল্প আছে..এই যেমন
আমরা সবসময় ভুল মানুষকে ভালোবেসে থাকি
আমরা সবসময় ছেঁড়া কাপড়ে ছতর ঢাকি!
যদিও বাইরের খোলসটা দেখতে বেশ পরিপাটি
কেবল আমাদের বুঝতে ভুল হয় কোনটা কস্তুরি আর
কোনটা মাটি
কোনটা আসল আম আর কোনটা আমের আঁটি!
তবুও আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি
তবুও আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি
যদিও হরহামেশাই ভুলে যাই
কোনটা দাবা খেলার গুটি আর কোনটা মটরশুঁটি!!