মাঝেমধ্যে খুউব খুউব ইচ্ছে হয় সুতো ছিঁড়ি...
ছিঁড়তে ছিঁড়তে ওলটপালট করে দিই কালের নদী
বাদ-প্রতিবাদ-বিসংবাদ ওরা ফিরে আসে যদি!
তাহলে আমিও হতে পারি কার-হীন কালো অক্ষর
চোখের কাজলে মেখে নিতে পারি কাবিননামার
কাঁপা কাঁপা স্বাক্ষর! দেখছো না...যুগের পর
যুগ জিয়ে আছে কাবিলের কাব্যিক উত্তরাধিকার;
ছেঁড়াসুতোর গিঁটে গিঁটে কেমন হাসছে অটো গিটার!
তবুও কিছু কিছু পাঠক জনান্তিকে হবেই আটক
সুলভে কিনে নেবে দুর্মূল্যের বাজার, আমিও বোধ
ছাঁকতে শিখে গেছি হাজারে হাজার!