ইদানিং আমি ঘুম আর সমুদ্রের কথা ভাবি
একপক্ষ মৃত্যু আর জীবনের মাঝমাঝি
খণ্ডিত সময়ের পালে থমকে যাকা হাওয়া
আরেকপক্ষ সমাহিত বা উত্তাল জলের জালে
উদ্ভ্রান্ত যাত্রীদের অপার স্বপ্নে ছাওয়া...!!
তবুও ঘুমহীন করোটিগুলোকে গঞ্জের হাটে
বিক্রির কথা ভাবি, দান আর অনুদানের জানাই
জোর দাবি; এ যেন নিছকই শখের তামাশা
তবুও ঘটনা আর দূর্ঘটনায় বেঁচে থাকে আশা!
সমুদ্র বিবাদী হলে বাদী পক্ষের পোয়াবারো
আর ঘুম বাদী হলে, জৈবতী সখিনা চেঁচিয়ে বলে,
অনেক হয়েছে..অনেক হয়েছে..এবার ছাড়ো!