ঘুম খাওয়া রাত্রিরা এখন মন্দ লাগে না
আকাশে ঘুমহীন আমার মতো কত নক্ষত্র আছে
আমি যেমন জলে জ্বলি
ওরাও তেমন অনলে জ্বলে!
তবুও গল্পের রাত আর শেষ হতে চায় না
বিশেষজ্ঞ আর বিশেষণ একসুতোয় গাঁথা মালা
মাঝে মাঝে ঘুমের জন্য সাজিয়ে আনে বরণডালা!
কদাচিৎ আমি মূর্ত আর বিমূর্ত রূপের ধূপ
তবুও রাত্রি আনমনে ছড়ায় তার যৌনরূপ!