আমার কোনো রূপ নাই ঘর্মাক্ত শরীর
ভাঙা ঘাটে গড়ে নিয়েছি কুহেলি নীড়!  
রোদপোড়া, জলেভেজা ও চোখের কান্না
রোদে জলে জলাঞ্জলি আমার ঘরকন্না!
কোনোমতে নিঃশ্বাসে আছি নেই বিশ্বাসে
রাত্রিও আমারে খুউব খুউব উপহাসে!
আমার ঘটে যতোসব বিচ্ছিরি বিষয় ঘটে
শাকান্ন পুড়াতে ঘামের খাঁটি গন্ধ লুটে!
এমনি করে আমারে ভালোবাসে নিয়তি
আমিও তারে সকাল-বিকাল করি প্রণতি!