বলতে পারো, আর কতোকাল গাছ-পাথর করব?
কে জানে না, সেসব করেও যা.... না করেও তা
কেননা যুদ্ধে নামার পরে আলো আর আঁধার সমান
মাথা ভর্তি চুল থাকলে কি লাভ?
চুলের ভেতরে যে মগজ, তাতে থাকতে হবে ছামান!
কিছু কিছু কবি তাকেই বলতে চান রণকুশল
আবার কেউ কেউ বলেন, অন্ধকারে ঢিল ছুঁড়ো
আদার বেপারি যেভাবে করেন জাহাজের মূল্য উসুল!
তবুও কিছু আলোর মানুষ... তথ্য ছাড়াই তত্ত্ব খুঁজে
গাছ-পাথরের কোনো খবর নাই
ভালোবাসা বলতে কেবল শরীরে শরীর ঘষাঘষি বুঝে!