ঝিঙে গাছে ফিঙের বাসা
লতায় পাতায় ছাওয়া
দালান নয় কোটাও নয়
এটাই পরম পাওয়া।

খড়কুটোয়, পাতা-লতায়
বেঁধেছে আপন ঘর
নিজের ঘরে সবাই স্বাধীন
নাই যে কোনো ডর।

তবুও একদিন এলো ঝড়
তার কী ভীষণ মতি
ফিঙেরা সবাই দিশেহারা
দেখে ঝড়ের গতি।

কালবৈশাখী এমনি রকম
কোন দয়া মায়া নাই
যেদিকে খুশি ভেঙে চুরে
হাতির মতোন যায়।।
--------------------