ফেব্রুয়ারির গান গাই, আমি একুশে ফেব্রুয়ারির গান গাই,
যে গান রক্তে ভেজা, যে গান প্রাণের স্পন্দনে লেখা।
ফেব্রুয়ারির গান গাই, আমি সেই শহীদের গান গাই,
যারা ভাষার জন্য জীবন দিল, যারা মায়ের ভাষায় কথা বলার অধিকার আনল।

ফেব্রুয়ারির গান গাই, আমি সেই মায়ের কান্না গাই,
যে মায়ের কোল খালি হলো, যে মায়ের বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হলো... সেই
ফেব্রুয়ারির গান গাই, আমি সেই বোনের বেদনা গাই,
যে বোনের ভাই হারিয়ে গেল, যে বোনের চোখের জলে নদী হল।

ফেব্রুয়ারির গান গাই, আমি সেই বাবার শোক গাই,
যে বাবার স্বপ্ন ভেঙে গেল,  আশা ধুলিস্যাৎ হয়ে গেলো
ফেব্রুয়ারির গান গাই, আমি সেই মানুষের মিছিল গাই,
যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল, তাদের গান গাই।
ফেব্রুয়ারির গান গাই, আমি সেই চেতনার গান গাই,
যে চেতনা আজও আমাদের মধ্যে বেঁচে আছে, যে চেতনা আমাদের পথ দেখাচ্ছে।

ফেব্রুয়ারির গান গাই, আমি সেই স্বপ্নের গান গাই,
যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সে স্বপ্ন বাস্তবায়িত করব
ফেব্রুয়ারির গান গাই, একুশে ফেব্রুয়ারির গান গাই,
যে গান রক্তে ভেজা, যে গান প্রাণের স্পন্দনে লেখা
আমি সেই ফেব্রুয়ারির গান গাই।।