কবি হলে কী-ই না ভালোই হতো..যোজন-বিয়োজন
ওড়ে যেতো পাথর মানুষ, অপরিণত পরাগায়ন
কালের পরিক্রমায় শব্দেরাও হতো মূক
শীতের যাত্রায় জানালার হু হু বাতাসে উড়তো সুখ!
লেবাসেই লেপ্টে থাকতো প্রথম মৃত্যুর দ্বিতীয় জন্ম
এক কাঁধে ঝুলন্ত পাহাড়
অন্য কাঁধে দু'মুঠো আহার
উষ্ণতার কথারা উথলে উঠতেই ফেরিওয়ালা হই
কিছু কিছু বাক্য অন্ন জোগায়
তবু্ও এই আচমকা শীত প্রহরে কেমনে একলা রই.?
তবুও আমি চাই দুর্বুদ্ধিরা সব ফসিল হোক
তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই মাথার ঘামে ঝুম বৃষ্টি হোক!