একটার পর একটা ফুল গাঁথলেই যেমন মালা
একটার পর একটা বেত বুনলেই তেমন ডালা
আমি না মালা আর না ডালা
বড়জোর ফুটপাত দখল করা একটা শুন্য ছালা!
তবুও কবিতায় নিজেকে কিছুটা হলেও খুঁজে পাই
যেমন ডালা ভর্তি আম আছে; কিন্তু আমসি নাই!
ইদানিং তাই বুকের ভেতর কেবল শুনি হায় হায়
সমুদ্রে ভাসমান খড়কুটোর মতোন চারদিকে আগুন
তবুও চিৎপটাং শুয়ে নিজেকে সান্ত্বনা দেই
আতংকিত হয়ো না অচল.. ওই যে আসছে ফাগুন!