গাছে গাছে আমের মুকুল
উদলা উদলা হাওয়া
এই ফাগুনে আমার আছে
অনেক কিছু চাওয়া।
ফুলে ফলে উঠোন ভরুক
মাতাল করা ঘ্রাণ
সেই ঘ্রাণেতে খোকাখুকুর
উঠুক নেচে প্রাণ।
ডালে ডালে গানের পাখি
ছড়াক সুরের মেলা
সেই সুরেতে উতলা হয়ে
চলুক মজার খেলা।
মাঝে মাঝে বৃষ্টি আসুক
খেক শিয়ালের বিয়ে
টাপুর টুপুর সুরের তালে
যাক না বউকে নিয়ে।৷
--------------------------------------