একুশে ফেব্রুয়ারি ডাক দেয় রক্তে ভেজা মাটি
শহীদ মিনার আজও কাঁদে, খুঁজে দুর্বৃত্তের ঘাঁটি।
শিমুল, পলাশ ফোটে, আবির ছড়ায় চারিদিকে
মিছিলের ঢেউ ওঠে তবুও প্রভাতফেরি ফিকে।
কুয়াশা ভেজা পথে রঙে রাঙা ভোরের সবিতা
মায়ের ভাষার মুক্তির স্বপ্নে ভেসে যায় কবিতা।
স্মৃতির মিনারে আজও কেন অসহায় কাঁদে ফুল
একুশের চেতনারা কেন হৃদয়ে খায় না দোল?
রক্তাক্ত অক্ষরে যে ইতিহাস হয়েছিলো লেখা
সেই চেতনার যথার্থ বাস্তবায়ন কবে যাবে দেখা?
শহীদদের আত্মত্যাগ আমরা দেব না বৃথা যেতে
তাদের স্বপ্ন পূরণই করবোই এই শক্ত বুক পেতে।
চলো ভাই, একুশের আলোয় পথ চলি অবিরাম
ভুলে গেলে কি চলবে শহীদদের রক্তের দাম?
এসো নবীন প্রাণের প্রজন্ম, গাই একুশের গান
মায়ের বাংলা ভাষা হউক বিশ্বের মাঝে মহীয়ান।
-----------------------