একুশ নিয়ে লিখতে গেলেই
সালাম, রফিক আসে
একুশ নিয়ে লিখতে গেলেই
রক্তের নদীটা ভাসে।
একুশ নিয়ে লিখতে গেলেই
শিমুল, পলাশ কাঁদে
একুশ নিয়ে লিখতে গেলেই
লাশটি বাবার কাঁধে।
একুশ নিয়ে লিখতে গেলেই
লালে লাল রাজপথ
একুশ নিয়ে লিখতে গেলেই
বজ্র কঠিন শপথ।
একুশ নিয়ে লিখতে গেলেই
দুখিনী মায়ের মুখ
একুশ নিয়ে লিখতে গেলেই
ভাষা পাওয়ার সুখ।
------------------------------------