একুশে ফেব্রুয়ারির সুর বাজে হৃদয়ের স্পন্দনে
কৃষ্ণচূড়ার রঙে আর ভেজা পলাশের বন্ধনে।
কুয়াশার চাদরে ঢাকা, ঢাকা শহরের রাস্তায়
ভাষার জন্য রক্ত ঝরা বীরেরা কি আর পস্তায়?
শিশুদের হাতে শোভা পাচ্ছে বর্ণমালার খেলা
রঙিতুলিতে ছবি আঁকে বাংলা মায়ের ভেলা।
স্মৃতির মিনারে দোল খায় শহীদ ভাইয়ের প্রাণ
অমর হয়ে আছেন যারা দিয়ে আত্ম-বলিদান।
রাত গভীরে শোনা যায় তাদের মুখের গান
কোকিলের কণ্ঠে যেন বাংলা ভাষার শ্লোগান।  
আজও বাতাসে কানাকানি হয় একুশের চেতনা
একুশ জাগ্রত হলে বাড়বে সবার উদ্যম প্রেরণা।
দিগন্তের ওপারেও শোন ফেব্রুয়ারির গান বাজে
দেখ, নতুন সূর্যের আলোয় নতুন স্বপ্নেরা সাজে।
ভাষা আর সংস্কৃতির মেলবন্ধনে আমরা অটুট
মাতৃভাষার গৌরব রক্ষায় সবাই হব একজোট!!
------------------