খোকাখুকি তোমরা সবাই
একটি ভাষণ শোনো
এই ভাষণের মতো ভাষণ
আর যে নাই কোনো।

সেই ভাষণের শব্দে শব্দে
হাজার স্বপন বোনা
সেই ভাষণের বাক্যে বাক্যে
লুকিয়ে আছে সোনা।

যেই ভাষণে দেশের সবাই
কৃষক, কুলি, মুজুর
পায় ফিরে পায় সাহস বুকে
ভয় করেনি জুজুর।  

যে যার মতোন অস্ত্র হাতে
পাক হানাদার রুখে
সেই ভাষণের মন্ত্রে এখন
আমরা সবাই সুখে।।  
-------------------