সারাদিন ডিকশনারি ঘেঁটে একটা শব্দ খুঁজেছি
প্রতিটি পাতা তন্নতন্ন করে খুঁজে দেখেছি
কোথাও নেই আমার সেই কাঙ্ক্ষিত শব্দ মহাশয়
আজকাল আমরা যা কিছু-ই ভালোবাসি
সবকিছুর সংঘাতে বড় ভালোবাসি বিষয়-আশয়!
কয়েকদিন যাবত ঘুম ভেঙেই দেখি কুয়াশার চাদর
আজকালকার মায়েরা বড়ো বেশি বাণিজ্যিক
ছেলে-মেয়েরা তেমন একটা পায় না তাদের আদর!
তবুও মা আর মমতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ
ইদানিং স্মৃতিরা ওলটপালট মাঝে-মধ্যে করে চিট
অবশেষে হারানোটি শব্দটি এলো ছেঁড়ামেঘ ভোর
আমার সেই ডিকশনারি ঘাঁটা শব্দটি হলো চোর!!