একটি শিশু পথের ধারে
একলা পড়ে আছে
কত মানুষ চলছে পথে
কেউ যায় না কাছে।
এই শিশুটির উদোম গা
দেখ কেমন কাঁপছে
গাছের ডালে কিছু পাখি
ওকে দেখে কাঁদছে।
এই শিশুটির পেটে খিদে
দু'চোখ ভরা জল
শক্তি, সাহস কিছুই নেই
কোথায় পাবে বল!
ওর মতোন হাজার শিশু
ঘুরছে পথের বাঁকে
গালি খেয়ে লাথি খেয়ে
পথের 'পরেই থাকে।
ওদের দেখে কাঁপে যখন
সৃষ্টিকর্তার আরশ
তোমরা যারা সুখে আছো
দিও একটু পরশ।।
--------------------