একটি খুকি ফুলকুড়ানি
ঝাঁকড়া মাথার চুল
দুইহাতে দুই ব্যাগ ভর্তি
যাচ্ছে নিয়ে ফুল।

যাকে পাচ্ছে তাকেই দিচ্ছে
একটি বিজয় ফুল
সব দিকেই নজর তাহার
হয় না কোনো ভুল।

একটা খোকা জিজ্ঞেস করে
ফুলের ব্যাপার কী
আজকে মোদের বিজয় দিবস
তাও জান না ছি:!

সেই খোকাটি লজ্জা পেয়ে
মুখটি করলো লাল
তাই না দেখে ছোট্ট খুকি
ফোলায় তাহার গাল!
--------------------