একটা ফড়িং বনে বনে
একলা একলা মনে মনে
কত কিছু খায়
এগাছ বসে ওগাছ বসে
আপন মনে নিজেই হাসে
তবুও খিদে পায়!

এক দেশের রাজার পোলা
গালদুটো ফোলা ফোলা
ফড়িংটাকে দেখছে
ফড়িংটাও বেজায় পাজি
খেলা পেলে না খেতে রাজি
দুষ্টুমিটা শিখছে!!
==========