ইকরি বিকরি টিম টিম
হাতির পেটে ঘোড়ার ডিম
ডিমের ভেতর আম-জাম
ইকরি বলে খাম খাম।
ইকরি বিকরি হাঁসের ছানা
একটা অন্ধ একটা কানা
জলের ভেতর দেয় ডুব
শামুক ওরা খায় খুউব।
ইকরি বিকরি সহজ সরল
জোঁকের মতোন নয় গরল
দাদার সাথে খুউব ভাব
বলে কিনা খাবে ডাব.!!
----------------------