অনেকদিনের খরতাপ ভেঙে আজ আষাঢ়ে বৃষ্টি হলো
বলা নেই... কওয়া নেই
অফহোয়াইট পাঞ্জাবি পাজামা পরিহিত ধোপদুরস্ত কবি
এক প্যাকেট মিষ্টি হাতে হাজির!
কবির বেশভুষা কবির মতোই ছিলো
আমাকে দেখার পরে কবির আবেগের নদীতে ঢেউ ছিল
বুকের সাথে যখন বুক মিশে গেলো
তখন যেন সদ্যফোটা গোলাপের সুগন্ধি ছড়িয়ে পড়লো
যদিও আমার বেশ লজ্জা লজ্জা লাগছিলো
সেই যশোর থেকে আজ কবি আসলেন
আর আজকেই কিনা আমার বাসার লিফট নষ্ট হলো
কবিকে সিঁড়ি ভাঙতে ভাঙতে ছয় তলায় উঠতে হলো!
তবুও সময়টা কেটেছে বেশ আনন্দঘন....
যখন আমরা রান্না করতে করতে গল্প করছিলাম
তখন কবি কাজী আলম এসে আড্ডাটা জমিয়ে দিলো!
এই হল কবি-সাহিত্যিকদের আড়ম্বরহীন জীবনের গান
তারা যেমন ভালোবাসতে জানেন
তেমনি তারা অন্যকে ভালোবাসাতেও জানেন.. প্রাণ!!