ছুটছে ঘোড়া ছুটছে গাড়ি
কিসের এতো টান
কোন টানে আজকে সবার
নাচছে ওগো প্রাণ!

কাল যে উঠবে ঈদের চাঁদ
পশ্চিম আকাশ জুড়ে
গাঁয়ের পথে ছুটছে সবাই
জাগতে হবে ভোরে।

গরীব দুঃখী নাই ভেদাভেদ
কাঁধে মিলবে কাঁধ
সবার খুশি দেখতে দেখতে
হাসবে ঈদের চাঁদ!  
------------------