অ-- আ-- ক ওরা
বর্ণমালার ভাই
সালাম, রফিক ওদের
মিছিল করতে চায়।

টিকটিকিটা লেজ নেড়ে
জানান দিয়েছে
ব্যাঙাচিরা দল বেঁধে
চলে এসেছে!

হারুদের মজা পুকুর
শিং, মাগুর, খৈ
ওরাও যে গানের পাখি
বুলবুলিরা কই!

বুকের ভেতর মা আছে
মায়ের ভেতর ভাষা
এই ভাষাতেই স্বপ্ন আঁকি
মিটাই সকল আশা!!