অনেকদিন উদয় আর অস্ত দেখি না
তবুও দৈনিকের পাতায় রাশিফল খুঁজি
সকিনা কি জানে..?
এখনো ভালোবাসা বলতে তাকেই বুঝি!
সবাই জানে মেঘ গাঢ় হলে অন্ধকার হয়
চায়ের কাপ থেকে যে নি:স্ব ধোঁয়া ওড়ে
ওরাও জমাট বাঁধতে বাঁধতে মেঘ হয়
কেবল আমার যাযাবর শব্দেরা কবিতা নয়!
তবুও এই অঘ্রাণে নবান্নের কথা ভাবি
বেশি কিছু নয়, সকিনার কাছে কেবল
আসন্ন শীতের জন্য একটা কম্বলের দাবি!