এই মাস বিজয়ের
গল্প গানে ভরা
এই মাস মুজিবের
নিজ হাতে গড়া।

এই মাস দোয়েলের
মুক্ত মনা শিষ
এই মাস কোয়েলের
পাকিদের বিষ।

এই মাস  লাল সবুজ  
সকল মাসের সেরা
এই মাস বিজয় গাঁথা
রক্ত দিয়ে ঘেরা।

এই মাস আশার বীজ
শক্ত হাতে খাঁড়া
এই মাস  শপথ নেবার
উঁচু মাথায় দাঁড়া।।
---------------------------