ছেলেবেলায় জোঁক আর সাপকে যেমনি ভয় পেতাম
ইদানিং কবিতা লিখতেও আমি তেমনি ভয় পাই!
একটার পর একটা ভয়ংকর ভয়, আতংক এসে গলা
বাড়ায়,
কে জানে আমার কবিতা বেড়া ভেঙে কার না কার
ফসলি জমির ধান খায়!!!