যাবজ্জীবন তাবেদারি নেশা আর পেশা..
বাকিরা সবাই চাল আর জ্বালানো চুলো
অনেকদিন আগে থেকেই যে ঝুলে ছিলো
এখনো ঝুলেই আছে... সেই ভাঙা কুলো!
কতো পাথর গড়িয়ে গড়িয়ে খাদে পড়ে
চিকিৎসার নাম-খাওয়াস্তে কতো মানুষ
অপ-চিকিৎসায় মরে..শুধু এখানেই শেষ নয়, ভালোবাসাহীন জীবনও এভাবেই কথা কয়!
সবাই জানে.. কিন্তু কেউ জানে না...
কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ, রাতারাতি বাড়ছে
আরও বাড়ুক চক্রবৃদ্ধি সুদ;
আরও কিছুদিন দিয়ে যাও অলৌকিক প্রবোধ!
এবং অতঃপর
সবাই সবাই পর....!!!