একটি ডালে দুটি পাখি
ফিসফিসিয়ে কয়
মানুষ কেন গাছ কাটে
কী পাষাণ হৃদয়!  

আগে কতো ঝোপ ছিল
আমরা হাসি-খুশি
মন সুখে থাকতে আমরা
কত্তো ভালো বাসি।

গাছগাছালি ছায়া দেয়
আরও ফুল-ফল
টাকা কড়ি তাও দেয়
মনে যোগায় বল।

পরান ভরে নিশ্বাস নিতে
প্রচুর অক্সিজেন
সবার কাছে প্রশ্ন রাখছি
গাছ কাটো কেন?
----------------------------