খোকার স্বপ্ন
-------------
আমন ধানে সুখ আনে
ছড়ায় মধুর হাসি
পিঠা-পুলি মায়ের বুলি
সবাই ভালোবাসি।

ধানের উপর প্রজাপতি
ঝুমুর ঝুমুর নাচে
সেই নাচনে শুকপাখিটা
আসে খোকার কাছে!

খোকার চোখে স্বপ্ন অনেক
ঝিঁঝিঁ ডাকা দিন
দেশকে যারা করল স্বাধীন
শুধিবে তাদের ঋণ!
-------------------------
ঘাসফুল
-----------
ঘাসফুলটা একলা থাকে
কেমনে কাটে বেলা
মাঝে মাঝে মৌমাছিরা
এসে করে খেলা!

মানুষ যেমন হাসতে হাসতে
বন্ধুকে দেয় ধোকা
মৌমাছিরাও বারেবারে
বানিয়ে যায় বোকা!

উড়ে এসে জুড়ে বসে
মধু খাওয়ার ছল
ওদের মতো মানুষও আছে
বহু রুপীর দল!!