এই ক'দিনে কবিতা থেকে কমছে কম
দশ কি এগারো ইঞ্চি দূরে সরে আছি
তবুও সে পোষা বিড়ালের মতো আশেপাশে ঘুরঘুর করে
মিউমিউ করতে করতে কোলের উপর বসতে চায়..
শরীরে শরীর ঘষতে চায়!
কিছু কিছু মানুষের মতোন কবিতাও বাঙালির চরিত্র বুঝে, কীভাবে আদর করে বাদর তাড়াতে হয় -- সেটা
যেমন জানে; ঠিক তেমনি জানে কীভাবে বনের মোষ পিঠে করে চড়াতে হয়!
সাধারণের মাঝে একি অতি-অসাধারণ জীবন!
আমরা সবাই সবার কাছ থেকে কবিতার মতোন ক্রমশ ইঞ্চি ইঞ্চি করে দূরে সরে গেছি অথবা যাচ্ছি.. এখন আর্কটিকের বরফের মতোন আমাদের কেবল মুখ গলে.. মন গলে না; পা টলে, হৃদয় টলে না.......!!
তবে কি এসব কারণেই
আমাদের পোষা দুরত্বের আর শাপ মোচন হয় না?