শব্দটি আচানক মুখ ফসকে পড়ে গেলো...
বলা চলে পড়ে গিয়েছিল...
ভাগ্যিস হাত-পা, নাক- চোখ কিছুই ভাঙেনি
কেবল খসে পড়েছে কিছু পালক. মুখপোড়া
অবশ্য একদিন এদেরই শিরোনাম ছিলো কলাবতী,
ছলাবতী...এরাই ছিলো কালের মনপুরা!
কাজির বিড়ালের কথা কে না জানে..কাজি
না হলেও বড় বেশি কম না - পাজি; আজকাল
শব্দেরাও দ্বিচারিণী হয়, একই সাথে হাজার
নৌকোয় দিয়ে রাখে পা!
তবুও অবুঝ সবসময় সবুজ নয়..
হতে পারে মুখ ফসকে পড়ে যাওয়া শব্দের
মতোন কদাকার...
যে কথা দিয়ে.... কথা রাখে না; সে-ই হলো,
আসল দুরাচার!!