পাথর চাপা দিয়ে অনেক কিছুই চাপিয়ে রাখা যায়
দমিয়ে রাখা যায় শামুকভাঙা
বড়জোর কুসুম যে গ্রামে জন্মেছিল সেই আলফাডাঙা!
তবে পাথর চাপা দিয়ে যেমন আলো আটকানো যায় না
তেমনি আটকানো যায় না ছুরতহাল অন্ধকার
দু:খবোধও তেমনি থোড়াই কেয়ার করে অকূল পাথার!
তবুও আমি পাখি পোষার মতোন করে দু:খ পুষি
যে দু:খে কেবল আমি ছাড়া পৃথিবীর আর সবাই খুশি
আমি এখন একান্ত একলার নির্বিবাদ একান্তর কোণ
নিজের মাঝেই প্রাসাদ গড়ি.গড়ি শুন্যতার সফল জোন!
মাঝে-মধ্যে যখন আকাশ থেকে জিওল মাছ পড়ে
তখন সেই সুখী মানুষেরাই তাদের দলবেঁধে ধরে!
আমি বরাবরের মতোন পেছনে পড়ে থাকি একা
ওই যে.... পাথরের নিচে চাপা পড়া জীবন্ত অন্ধকার
আজ হোক, কাল হোক সেখানে যদি কাউকে যায় দেখা