নানা বাড়ি গিয়েছিলাম
নানা গেছেন কাজে
উঠোন জুড়ে লজ্জাবতী
পাতারা মরে লাজে।

আমি তখন নানির খুঁজে
এ ঘর সে ঘর করি
রান্না ঘরে গিয়ে তবেই
চোর একখান ধরি।

দূরে থেকে একটি বিড়াল
মিউ মিউ ডাকে
আরেকটি যে চুপিচুপি
দুধটা একটু চাকে।

দুধ চুরিতে বিড়াল পটু
আমরা সবাই জানি
এমন সময় লাঠি হাতে
ফিরলো ঘরে নানি।।
----------------------------