তুমি আছো বলেই এখনও আমার ছায়া আছে
দ্বিপদ নামের আস্ফালন আছে, তুমি আছো
বলেই এখনও আমার অন্ধকার পুরনো হয় না,
ওরা পড়ে থাকে গণগ্রন্থাগারের কোনো এককোণে
ওখানে আমার কবিতার অনেকগুলো শহর আছে!
তুমি আছো বলেই এখনও আমার রাত হেঁটে
যায়,আমার পোড়া দিন আশ্রয় খুঁজে, ঘড়িপাঠ
না করেই তরতর করে ডিঙোয় সময়ের সিঁড়ি,
অন্ধকারের সার্থক অনুবাদ, পাতকুয়া ভরা জল
জোছনা-- তুমি আছো বলেই আমার এতোসব!