ধূসর মেঘের আঁচলে একটি নিশ্চল নান্দনিক শহর
একাকি গৃহগুলো কখনও নিরব কখনও চঞ্চল
কালো ছায়া নেমে আসে অমোঘ দিনের শেষে
আকাশে কোনো তারা নেই, সবাই উড়ছে মেঘের বেশে!
ফুটপাথে একাকি বসে আছে নির্জন নির্ঘুম রাত্রি
তার চোখে দুঃখের ছায়া, তার হাতে প্রকৃতির বিষন্নমায়া
বাড়ির জানালায়, জানলায় জ্বলে আলো ম্লান
ধুন্ধুমার বাজে একাকিত্বের গান, বাজে রাতের কান।
বৃষ্টি নামে হঠাৎ, ধুয়ে দেয় পিচঢালা কংক্রিটের মুখ
পাথরের রাস্তায় গড়িয়ে যায় জলধারার অমৃত সুখ
তবুও ধূসর মেঘের মধ্যে একটি শহর কী নিশ্চুপ
তবুও বৃষ্টির তালে তালে খুঁনসুটি চলে গালে গালে
ছুটি নেয় দিনের সব ক্লান্তি আর ভালোবাসার কাহিনি!
কে না জানে... মেঘের আড়ালে লুকিয়ে থাকে স্বপ্ন
কোনো একদিন প্রমাণ সময়ে আকাশ উজ্জ্বল হবে
ধূসর মেঘ ছিঁড়ে আসবেই আসবে সূর্যের আলো!