কিছু কিছু দুঃখ যখন অসাধারণ হয়,
তখন কবিতায় আর কি লিখা যায়?
যখন নিস্পৃহ শব্দ মাড়িয়ে পিলপিল হাঁটে পিপীলিকা
তখন স্মৃতির সাগর সাঁতরে দেখি বানপ্রস্থে গেছে
আমার একদা প্রিয়তমা দেয়ালিকা।
তবুও অক্ষরগুলো ডিজিটাল হয়েছে বেশ
মরেও কেমন করে বেঁচে আছে ঠাডা পড়া বুক
চেতনার আগুনে পুড়তে পুড়তে আমি এখন উজবুক!
তবুও উল্টো পথে বড় হয় পুরাকালের বরণডালা
কে জানে না...,
অসাধারণ দুঃখগুলোর মতোন বাদী এখন বর্ণমালা!