দেউড়ি কবে দেউলিয়া হয়েছে কেউ জানে না
এখন বাহির বাড়ির উঠোন ঘেঁষে শকুন হাঁটে
অতঃপর উন্মাদ শব্দযট তৈরি করে পুকুর ঘাটে!
আঙুলের ভেতর আঙুল চালায়, ইশারায় দেয় শিস
ওদের কথাগুলো ইথারে ভাষ্য হয়---
একদিন দেউড়ির ভেতর লুকিয়ে ছিলো কী বিষ!
এখন ঘুঁটিবাক্স খুললেই রাস্তায় চিলেকোঠা ওড়ে
পিদিমের সরু আলোয় কোমর চকচক করে ঘুরে!
সুরে-বেসুরে কবিতাও বেসরকারি গান হয়
তবুও মাটির পিদিম চেঁচিয়ে বলে,
চিল-শকুন জেনে রাখো, তোমরা কেউ আমার নয়!!