কোনোদিন অমন করে ভাবতে চায়নি বোদ্ধা
শক্ত জনে অপরাধ করে
অতঃপর নিজেই সাজে প্রতীকী রক্তযোদ্ধা!!
হায় বোদ্ধা!
রাজহাঁস দেখেছো, তার লম্বা ঠোঁট দেখোনি
নগ্ন বাতাসে উড়ার সাধ গোপন রাখোনি!
জেনে রেখো,
প্রশ্ন যেখানে যত রুক্ষ হবে কাছাকাছি জীবন
সেইখানেই দাঁড়কাক দেখো, দাঁড়িয়ে বহুক্ষণ!!