তবুও চেয়ে থাকি ভাঙাচোরা ধূসর বিষন্ন রাস্তার 'পর
কত গাড়ি বাজপাখির মতো সাঁই সাঁই করে চলে যায়
চোরাবাগানে মালিকের অজান্তে ফুটে থাকে কত ফুল
তবুও জীবন রক্তের দাগ.. মোছা যায় না কোনো ভুল!
এমনিভাবে এক এক করে শব্দের পাখা গজায়
উদ্ভট অভিধান এসব লিখে রাখে রোজনামচায়
পই পই করে সবাই খোঁজ রাখে গোলাপ বাগান
তবুও সুযোগ পেলেই কেউ কেউ কামান দাগান!
তবুও বসে থাকে না বয়স.... দৈনিক হিসাবের অনুরাগ
তবুও অবসাদ আর কষ্টগুলো চাঁদের কলংকে দিই জাগ
তবুও প্রসন্ন প্রহর গুনে গুণে কেটে যাক চামচিকা বেলা
কেউ জানে না, কখন কার সন্ধ্যা আসে..সাঙ্গ হয় খেলা!
সম্মুখ সমুদ্রে যতই অভিনয় জীবনের রেওয়ামিল
দিনশেষে আমাকে ডাকে শৈশবের রনিলের বিল!!