একদিন না একদিন রাত বেহাইন হবেই
তখন পড়ে থাকবে কংক্রিটের কংকাল
তবুও আমরা সবাই দিন গোনতে থাকি...
যতোখুশি ছিঁড়ুক অভব্য সভ্যতার ছাল!
চামড়া মোটা হউক অথবা পাতলা হউক
সামান্য চিমটি দিতেই ব্যথায় পড়ে লুল
একদিন নিশ্চয়ই বৃক্ষেরাও তলোয়ার হবে,
সাক্ষাৎ সাক্ষী হবে দৈব মাকড়সার ঝুল..!
যে টনিক ঘুমিয়ে আছে তার কি টনক নেই?
যে রাত পোহালে খোকন সোনা জাগবেই
মুক্তির মিছিলে তুমিই বীর-সেনানী সেই.!!