দাঁত আছে বলেই অভিধানে আঁতাত শব্দটি আছে
শব্দের ভেতরে আরও কিছু শব্দাবলি আঁকড়ে আছে
ওরা কোথাও জিরোয় না..পরমাণুর মতোন ঘুরে!
ঘুরতে ঘুরতে এক সময় ঝুলে থাকে কাঁটাতারে
দাঁত থাকলে দাঁতে পোকা হয়..., হতেই পারে
তখন দাঁত লালন করার মতোন পোকাও পালন করে!
অতঃপর সাদাসিধা গল্পটি চমকপ্রদ কাহিনী হয়
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম কাঁহাতক মাতামাতি হয়
কেবল নৈঝতে পড়ে থাকে কবিতার কংকাল
কেউ একজন চেঁচিয়ে বলে, তোমরা আকাশ-পাতাল
সবকিছু বুঝো... কেবল বুঝো না লংকার ঝাল
তদুপরি এখন দুনিয়া জুড়ে বেবুঝ করোনা কাল..!!