মোনটা ভীষণ খারাপ....
একগাল হাসতে পারলে খুউব ভালো হতো
ওড়িয়ে দেওয়া যেতো ক্লীব সমাজ!
প্রতিবাদের খুঊব তুফান ছুটছে
কোথাও কোথাও মৃত মানুষগুলো কবর ফুঁড়ে উঠছে!
আসলে এসবে কিছু হবে কী..?
মগজের কোষে কোষে যেখানে অজগর
পোশাকের ভেতর মানুষ বাস করে না
বাস করে কেবল একেকটা বিষধর!