কতোদিন সজনে ডালে দোয়েল পাখি দেখি না
দেখি না ইষ্টিকুটুম, বুলবুলি, শালিক
তবুও আমরা কেউ কেউ এটার মালিক, ওটার মালিক!
আসলে আমরা নিন্দিত নরকের নন্দিত বাসিন্দা
মাঝে-মধ্যেই উল্লাসে ফেটে পড়ি.. দেখাই নিসিন্দা
কখনও ভাবি না... কখনও ভাবতে চাই না
কেবল পৃথিবীতে যা পাওয়ার নয় আমরা তাই চাই
সবার মুখে মুখে পাখির কলরব... নাই... নাই...!!
আমি মাঝে-মধ্যেই চিত্ত আর বিত্তের কথা বলি
আসলে বিত্তবান সবসময়ই ধনী নয়
চিত্তে যে মানুষ ধনী...সে-ই প্রকৃত ধনী হয়!