সবকিছু যেভাবে ছোটো হচ্ছে সেভাবেই ছোটো হও
এই যেমন ছোটো হচ্ছে জামার হাতা
ছোটো হচ্ছে যাতা, পরীক্ষার খাতা
বাপ-দাদার বসত ভিটা
আত্মীয়-স্বজনের বাড়ির পিঠা.... ইত্যাদি.... ইত্যাদি!
তবে কেবল এখানেই শেষ নয় পুতুল নাচের ইতিকথা
ছোটো হয়ে আসছে আমাদের হৃদয়ের বড় বড় ব্যথা
ছোটো হয়ে আসছে দিন শুরু আর শেষের সবিতা
ছোটো হয়ে গেছে আমার লেখা বড়ো দৈর্ঘ্যের কবিতা!!