ছড়া পড় ছড়া লেখ
ছড়া সত্য বলে
আঁকাবাঁকা চেনে না
সরল পথে চলে।
ছড়ার দেশে নগদ মজা
স্বপ্ন চোখে ভাসে
প্রজাপতি আর মৌচিরা
নাচতে নাচতে আসে।
ছড়ার মাঝে ডুব দাও
ভুবন ঘুরে আস
দু'চোখেতে স্বপ্ন সাজাও
দেশকে ভালোবাস৷
ছড়ার মতো সুন্দর হও
ফুলের মতো পবিত্র
কে জানে না মানুষেরা
সবার চেয়ে বিচিত্র!
তাই বলি তোমরা সবে
মজার ছড়া পড়
সত্য, ন্যায়ের ঢাল ধরে
সুন্দর জীবন গড়!